খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

আমার সোনার অঙ্গ মলিন হলরে ধরে যায় না রাখা- Amer Soner Ango Molin Holore

আমার সোনার অঙ্গ মলিন হলরে ধরে যায় না রাখা
নাইরে রূপ লাবণ্যের রেখা
ধরে যায় না রাখা।

১। ভেবে ছিলাম এমনিভাবে আমার
সারা জনম কেটে যাবে
সাধের জোয়ার রবে।
এখন দেখি ভাটির টানে মেরুদণ্ড বাঁধন
ধরে যায় না রাখা।

২। কত যতন করেছিলাম কত সুগন্ধি এই অঙ্গে
মাখালাম মধুর খাবার খেলাম
কাল চুলে তৈরী কাটা এখন সবই দেখি সাদা
ধরে যায়না রাখা।

৩। যদি এক রূপসী তাকে পরাণ দিয়ে ভালবাসি
সংসার পেতে বসি
সংসারেতে সুখ হলো না
দয়াল যীশু নাই দেখা
ধরে যায় না রাখা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন