খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

উদয় হও এই হৃদয় মাঝে- Udaoi How Ei Ridhoy

উদয় হও এই হৃদয় মাঝে, একবার ঐ রূপ দেখি নয়ন ভরে হে

১। এস ত্রাতার মূর্তি ধরে, তুমি বিদ্ধ আছ ক্রুশোপরে হে
তোমার মস্তকে, কন্টকে, রক্তধারা ঝরে হে।

২। শ্রীমুখ তোমার রক্তে মাখা, মুখে প্রহার চিহ্ন আছে আঁকা হে
মুখে বিনতি, অগতি, পাপীগণের তরে হে।

৩। দুই হাত তুমি বিস্তার করে, বুঝি ডাকিতেছে পাপী নরে হে
দুই হাত বাড়ায়ে, দাঁড়ায়ে, আছ ক্রুশোপরে হে।

৪। কোন পাষাণ্ড দয়া শূণ্য, তোমার বক্ষ করেছে বিদীর্ণ হে
ঝরে রক্ত-জল, অবিরল, দর দর ধারে হে।

৫। প্রেকে বিদ্ধ ঐ শ্রীচরণ, আমি হৃদ-মন্দিরে করব ধারণ হে
রব চিরকাল, হে দয়াল, ঐ চরণে পড়ে হে।

1 টি মন্তব্য: