খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

কাঁদে ঊদ্যান দ্বারে কাঁদে হবা জননী- সেবক সঙ্গীত

কাঁদে ঊদ্যান দ্বারে কাঁদে হবা জননী
কাঁদে হবা জননী কাঁদে হবা জননী।

১। ভাসে নারী নয়নের জলে বসে একা তটিনীর কূলে
কাঁদে কোকিল বধু বকুল ডালে, শুনি সে ক্রন্দন ধ্বনি।

২। শুকায় লতা শুকাইল রে ফুল, পশু পাখী কাঁদিয়া আকুল
শুকায় নদী, শুকায় ওষধিকূল, ব্যাকুল যত পরাণী।

৩। লোভে মৃত্যু ঘটিল আমার, লোভের পাপে মজিল সংসার
হেরি চারিদিকে দুঃখ পারাবার দুঃখে ভরা মেদিনী।

৪। প্রহরী আজ করবে শ্রবণ, খোল দুয়ার খোলরে এখন
একবার দেখি ঊদ্যান ধরেছে কোন সাজ
আমি অভাগিনী এ জগৎ মাঝে, বিষাদে ঊন্মাদিনী।

-প্রিয়নাথ বৈরাগী (১৯১৯ খ্রীঃ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন