খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

ঐ দেখ সোনার মানুষ নর কূলে- প্রিয়নাথ বৈরাগী

ঐ দেখ সোনার মানুষ নর কূলে
ঐ দেখ প্রেমের মানুষ ভবে এসেছে রে
ঐ দেখ নয়ন মেলিয়া, অদূরে চাহিয়া
দ্বারেতে দাঁড়ায়ে রয়েছে রে।

১। প্রেমধারা বয় নয়নে, মধুর কথা কয় বদনে
ও তার রূপের আভায় জগৎ ভুলায়
পরাণ জুড়ায় নিমিষে রে।

২। প্রেমডালি মাথায় করে, কাঙ্গাল বেশে ঘরে ঘরে
বন্ধু দুয়ারে দুয়ারে অতীব কাতরে
প্রেমধন লয়ে, সাধিছে রে।

৩। যাবেরে দুঃখ ভয় ভাবনা, পাবিরে সুখ শোক শান্ত্বনা
মানুষ ধরিলে আবেগে প্রেমের সোহাগে
পরম সুখে রহিবে রে।
- প্রিয়নাথ বৈরাগী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন