খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

ওহে ক্ষুদ্র মেষপাল- মধুসুদন সরকার

ওহে ক্ষুদ্র মেষ-পাল, ভেবে ব্যাকুল হইও না
তোমার রাজ্যটি দিতে, পিতার আছে বাসনা।

১। যেই সব দুঃখ তোমার, তাতে পিতার প্রেম ব্যবহার
করিতে তোমায় পরিষ্কার, ঘটেছে এ সব ঘটনা।

২। জেনো আমি কোণের পাথর, তুমি গাঁথা তাহার উপর
বহুক বন্যা মহা ঝড়, তবু তুমি নড়িবে না।

৩। দুষ্টদের যে মন্ত্রণা, পিতার সব আছে জানা
ঘটুক নাকো যে ঘটনা, মঙ্গল বই কিছুই হবে না।

৪। মাতাও ভুলিতে পারে, গুগ্ধপায়ী স্বশিশুরে
নাম লেখা পিতার করে, তিনি কখনো ভুলেন না।
-মধুসুদন সরকার (১৮৯৬খ্রীঃ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন