খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

আমার কেটে গেছে মনের অন্ধকার- Amer Kate Gace Moner Andhokar

আমার কেটে গেছে মনের অন্ধকার- যীশু নামের বলেে
আঁধার কেটে যায়, ক্ষুধা মিটে যায়, যীশু নামের বলে।

১। মনের আঁধার যায় গো কেটে ডাক্‌লে ঐ নাম অকপটে
মনে আলো ওঠে জ্বলে,
যেমন নিশির আঁধার থাকে না আর হে
একবার ভানু দেখা দিলে।

২। নামের রসে ক্ষুধা ঘোঁচে, শুষ্ক হৃদয় সাগর মাঝে
মহা আনন্দের ঢেউ খেলে
যখন ডাকি ঐ নাম, বৈকুণ্ঠ ধাম হে, নেমে আসে ধরাতলে।

৩। নামে নামে আসে স্বর্গ, ধর্ম, অর্থ, চতুবর্গ
সুফল যীশু নামেই ফলে
তোমরা গাও যীশুর জয়, যাদের হৃদয় হে
সদ্য ত্রিতাপ জ্বালায় জ্বলে।

৪। ঘোঁচে নামে সকল জ্বালা, শান্তি, সুখ- আনন্দের মেলা
মেলা হৃদয়-মাঝে মেলো।
যীশু নামের মতন পরম রতন হে
আর কি আছে ভূমন্ডলে।

৫। যীশু নামে মেলে মুক্তি, ধর্ম শাস্ত্রে শুনি উক্তি
যত সাধু জনে বলে
যীশু নামের বলে মুক্তি মিলে হে
ঐ নাম গাব হৃদয় খুলে।

৬। যীশু নামে বাঁধা সে জন, যার নামে যায় ভবের বন্ধন
আর এই পাপের বন্ধন খোলে
তোমরা গাও যীশুর জয় ব্রহ্মাময় হে
যত নরনারী মিলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন