খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

কারে কব মনের বেদনা- প্রিয়নাথ বৈরাগী

কারে কব, মনের বেদনা
জানে কেবল অন্তর্যামী ব্যাথা- সে বিনে কেউ জানে না।

১। কোথায় ছিলেম কোথায় এসে, ঘুরিতেছি দেশে দেশে
আবার কোথায় যাব ভেসে, মোরে কে দিবে তার ঠিকানা।

২। সাথের সাথী ছিল যারা তারা কেউ আর দেয় না সাড়া
কোথায় তারা কোথায় তারা, তাদের দেখাতো আর মেলে না।

৩। সাথের সাথী ঈশ্বর-নন্দন, একবার এসে দাও দরশন
দেখি তোমার চন্দ্রবদন, নইলে প্রাণে প্রবোধ মানে না।
-প্রিয়নাথ বৈরাগী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন