খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

করি চরণ তলে এই মিনতি- প্রিয়নাথ বৈরাগী

করি চরণ তলে এই মিনতি, সুপথ দেখাও ভবের অন্ধকারে
হয়ে দিশে হারা, সঙ্গীকারা, মিছে কেবল মরি ঘুরে।

১। অন্ধকারে প্রদীপ শিখা, তোমার শ্রীমুখ ঐ যায় দেখা
কষিত কাঞ্চনের রেখা যেমন নিকষ পাথরে
যেন সদা ঐ রূপ জাগে প্রাণে, ধ্রুবতারা নিশিঘোরে।

২। যতদিন থাকি ভূবনে সুখে দুঃখে নিশিদিনে
দিও দেখা দীনহীনে, দয়াল করুণা করে;
দেখলে ঐ মুখ ভবের বিভীষিকা, থাকে নাকো পলায় দূরে।
-প্রিয়নাথ বৈরাগী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন