খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

আমি দেখে এলাম গো, সেই নরোত্তম- Ami Dekha Alam Go

আমি দেখে এলাম গো, সেই নরোত্তম- গেৎশিমানী বাগানে
প্রভু জেগে আছেন একা, যখন জাগে না কেউ ভূবনে।

১। জগৎ সংসার আঁধার মগন, জগৎবাসী ঘুমে অচেতন
একা জেগে আছেন ঈশ্বর নন্দন, নিদ্রা নাই তাঁর নয়নে।

২। সোনার অঙ্গ কাঁপে থর থর, ঘর্মধারা বহে নিরন্তর
দেখি ভূলুণ্ঠিত ঈশ্বর কুমার, শয়ান ধূলি শয়নে।

৩। বন্ধু কে নাই রে নিকটে, দীনবন্ধুর বিষম সঙ্কেটে
হায়রে এ অঘটন কেন ঘটে, সৃষ্টিকর্তার জীবনে।

৪। বাঁচাইতে পাপী নারী-নর, জগতের পাপ লয়ে শিরোপর
আজি ব্যাকুল হলেন ঈশ্বর কুমার, মুক্তির পথ অন্বেষণে।

৫। মরণ তিনি করেছেন বরণ, বাঁচাইতে পাপী নরগণ;
এবার পাবে এই বিম্ব ভূবন, জীবন তাঁহার মরণে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন