খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

ঐ শুনা যায় ওপারের গান- প্রিয়নাথ বৈরাগী

ঐ শুনা যায় ওপারের গান, সঙ্গীত ধ্বনি অমরপুরে
স্বর্গের দূতের বীণায় তান উঠেছে ভাই, মধুর যীশুর নামে আকাশ জুড়ে।

১। ছেড়ে ভবের কোলাহল, মুখে বল যীশু নাম বল
সুরধ্বনীর ধারায় বেগে ছুটুক দুই নয়নের জল
মনের আনন্দে আজ গাওরে ঐ নাম ভাই
একবার মিশায়ে ওপারের সুরে।

২। বুঝি ঐ সেইড সোনার রথ, আলো করে আকাশ পথ
আসিতেছেন ঈশ্বর নন্দন, শত স্বর্গ দূতের সাথে
এবার ঘুঁচে যাবে ভব-যন্ত্রণা ভাই, যদি উদয় হন মন-মন্দিরে।

৩। ধয়ে দেহ-আত্মা-মন, একবার কর আয়োজন
সাজায়ে সেই মন-মন্দিরে তাঁরে কর অভ্যর্থন
তোমার ঘরের জঞ্জাল দূর করে দেও ভাই
সোনার আসন পাত হৃদয় জুড়ে।

৪। লয়ে প্রফুল্ল হৃদয়, মুখে বল যীশুর জয়
উধ্বমুখে করজোড়ে থাক তাঁহার অপেক্ষায়
ও তাঁর মুখের কথা পেয়েছি রে ভাই
থাকবেন স্বর্গ ছেড়ে তোমার ঘরে।
-প্রিয়নাথ বৈরাগী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন