খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

আজ এই প্রভাত কালে- Aj Ai Provat Kale

আজ এই প্রভাত কালে
ঐ যে কে কাঁদে ঐ উদ্যান মাঝে- যীশু যীশু বলে।

১। ঐ যে শুনি কে কাঁদে ঐ পাগলাপারা
তাঁর কাঁদনে দিচ্ছে সাড়া কোকিলে
শুনে আকাশে প্রভাতি তারা ভাসে চক্ষের জলে।

২। ঐ যে দেখি পূর্ব আকাশে দিল দেখা
নিশি ভোরের সোনার রেখা সকালে
নারী কবর পাশে কাঁদে একা পড়ে ভূমিতলে।

৩। ঐ যে বসে প্রভু যীশুর কবর ধারে
কবরে না পেয়ে তারে অকালে,
বুঝি মরিয়মের বক্ষ পুড়ে শোকের অনল জ্বলে।

৪। ওগো নারী মুছে ফেল নয়নের জল
নিভে যাক ঐ শোকের অনল একালে,
ছেড়ে কবর উঠে গেছেন দয়াল দেখবি সকলে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন