খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

এসেছ তুমি, পতিত মানব শিশুর বেশে- প্রিয়নাথ বৈরাগী

এসেছ তুমি, পতিত মানব শিশুর বেশে!

১। আকাশে প্রভাতী তারা, চেয়ে আছে পলকহারা
তব মুখ দরশন আশে।

২। ঐ যে শুনি বীণা ধ্বনি, স্বর্গীয় দূতবাহিনী
তব কীর্তি  ঘোষিছে আকাশে।

৩। আসিতেছে রাখালেরা, প্রেমানন্দে আত্মহারা
লুটাইতে পদ পাশে।

৪। পূর্ব দেশী পন্ডিতেরা, আসিতেছে করি ত্বরা
খুঁজিয়া তোমারে দেশে দেশে।

৫। নিরানন্দ প্রাণে মম, এস তুমি প্রিয়তম
এসে একবার দেখা দেও এই দাসে।
-প্রিয়নাথ বৈরাগী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন