খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

আজি পূজিব পদ রাজীব তব, হে দেবাদিদেব নন্দন- Aji Pujibo Podo

আজি পূজিব পদ রাজীব তব, হে দেবাদিদেব নন্দন
তোমার শ্রীপাদপদ্ম পরমারাধ্য, দেব মানব বন্দন।

১। স্বর্গে সাধুজন বৃন্দে সঁপিয়া মুকুট মণি
সদা করে নিশিদিন, বিরামবিহীন, যীশু নামে জয়ধ্বণন হে।

২। মোরা অভাজন অতি দুরাত্মা দুর্মতি, ভকতিবিহীন পাপী;
তোমার শ্রীচরণ অর্চণ করিতে মনন, দেহ প্রাণ পদে সঁপি হে।

৩। এসে হও অধিষ্ঠিত হে ঈশ্বর সুত; কৃপা করি নিজ গুণে
কর বাসনা পূরণ, দেও দরশন, অধম পাতকী জনে হে।

৪। তোমার জিন আত্মাদানে, কর সর্বজনে, একচিত্ত একমনা;
করি আত্মসমর্পণ, পূজিব চরণ; করিব হে আরাধনা হে।

৫। মোরা বাক্য-কায়-মনে, লুটাব চরণে, চির-জীবনেরি মত,
প্রভু শুন হে বিনতি, বিরত শকতি, কর কৃপা দৃষ্টিপাত হে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন