খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

এই যীশু নাম কোথায় গেলে পাই- সেবক সঙ্গীত

এই যীশু নাম কোথায় গেলে পাই
আমার বাবতে জনম গেল, সোনার অঙ্গ হইল ছাই।

১। চাইনা ধন, চাই না জন, চাইনা অঙ্গের আভরণ
আমি মোহ মায়ায় ভুলে রইলাম
আশায় আশায় দিন কাটাইলাম।

২। আর যীশু নাম আছে দেশ বিদেশে
পাইল তারে তালাস করে
আমি কোন সাধনে, পাব তারে
বলে দেও মোর সাধু ভাই।

৩। আর দয়াল প্রভু ডেকে বলে
হইল নাতো হবার কালে
আমার অকুলের কূল ও দয়াল গুরুরে
কোথায় গেলে তোমার সন্ধান পাই।

৪। আমি সাধন ভজন জানিনা রে
কোন ভজনে পাব তোরে
অধম পাগল বলে প্রাণের দয়াল
ঐ চরণে দেও ঠাঁই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন