খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

আমার মন পাগেলা, বুঝ মানেনা- Amer Mon Pagla

আমার মন পাগেলা, বুঝ মানেনা, ঝাঁপ দিয়েছি রূপ সাগরে
পেয়ে মনের মানুষ হয়ে বেহুঁশ (আমি) আছি বাঁধা তাঁর প্রেমডোরে।

১। দয়াল যীশুর রূপের আভায় মোরে কখন ডুবায় কখন ভাসায়
আমার কখন হাসায় কখন কাঁদায়, কখন ভাসায় আঁখি নীরে।

২। চেয়ে থাকি মুখপানে প্রভু যীশুর চরণ ধ্যান
আমার জুড়াই জ্বালা, জ্বলে প্রাণে কভু চরণ বুকে ধরে।

৩। সঁপে দিলাম মন প্রাণ (প্রভুর) যুগল পদে প্রাণধন
যেন ঐ রূপেতে চিরদিন (আমি) মজে থাকি এ সংসারে।

৪। ঐ রূপেতে মন মজিল, দীনহীনে পাগল হল
একবার প্রেমানন্দে যীশু বল (তোমার) ভয় কি আছে এ সংসারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন