খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

আমার এই যাতনা প্রাণে সয়না- Amer Ei Jatona Prane Soina

আমার এই যাতনা প্রাণে সয়না
প্রভু সহিব কেমনেেএখন ত্রেতার জ্বালায় জ্বলে মরলাম রে
জ্বলছি পাপের আগুনে।

১। স্বার্থের লোভে আমার জীবন
মিথ্যা ফাঁকি আর প্রলোভন আছি বিলাস ভবনে
আমি রঙ্গরস আর বিলাসিতায় রে,
রয়েছি তোমা বিহনে রে দয়াল তোমা বিহনে।

২। ভুলিয়াছি সংসারের মায়ায়
ত্যাগ পত্র দিয়াছি তোমায় আমার এ ভ্রষ্ট জীবনে
হয়ে স্বামীহারা পথ ছাড়া রে
ঘরি তাই অশ্রু নয়নে রে ভাসি অশ্রু নয়নে।

৩। তুমি বিশ্বের আশা ভূমি
জঘণ্য পাতকী আমি আদি এ ভূবনে
দয়াল, আশাহীনের আশা পুরাও রে
আছে যা বাসনা পরাণে।

৪। ভিখারী আজ তোমার দুয়ারে
অধম যোগেশ বলে মিনতি করে সজল নয়নে
প্রভু ভিখারীর এই বাঞ্ছা পুরাও রে
আশ্রয় দিয়ে শ্রীচরণে রে দয়াল, আশ্রয় দিয়ে শ্রীচরণে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন