খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

কত অপরূপ কার্য, যীশু করলেন এ জগতে- সেবক সঙ্গীত

কত অপরূপ কার্য, যীশু করলেন এ জগতে।
সৃষ্টা হয়ে সৃষ্টরূপে, অবতার নর-দেহেতে।

১। অন্ধ-খঞ্জ-নুলা যত, আর যত ভূতাশ্রিত
কুষ্ঠরোগী কত শত, মুক্ত করলেন জিন বলেতে।

২। বোবা বধির যত ছিল, বল্‌তে শুনএত শক্তি পেল
পঞ্চ রুটির ভোজ হইল, খাইল পঞ্চ সহস্রেতে।

৩। সমুদ্রের জলোপরি, পদব্রজে গমন করি
ধমকে বায়ু নিবারি, শকতি দেখান জগতে।

৪। মৃতে জীবন দান করি, হইলেন মৃত্যুহারী
এ প্রকার ভুরি ভুরি লিখিত আছে শাস্ত্রেতে।
- বেণীমোহন বিশ্বাস (১৮৭৭ খ্রীঃ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন