খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

কি আনন্দ মহানন্দ স্বর্গের সুখ মনে করি- জন সরকার

কি আনন্দ মহানন্দ স্বর্গের সুখ মনে করি
ইচ্ছা হয় যাই উড়ি পারাবতের পক্ষ ধরি।

১। শুন হে নরেশ্বর, ত্বরায় আমার নিস্তার কর
পাপিষ্ঠ সংসারের ভার, পরিশ্রম সইতে নারি।

২। কি আছে এ ভূ-মন্ডলে, সার করিব আপন ব’লে
ত্বরায়ে যাইব চলে, পাপ-পীড়া পরিহরি।

৩। তব পদার্পণের ধ্বনি, যখন কর্ণে শুনি
মম দুঃখ ঘুঁচবে তখনি, মৃত্যু রাজায় ভয় কি করি।

৪। বহুদিনের ইচ্ছা আমার, কেখিব শ্রীমুক তোমার
তুমি মম সুখের আধার, অনন্তকাল তোমায় হেরি।

৫। দেহের সহিত বিচ্ছেদ হবে, কি আপনার হেথা তবে
তব সহিত মিলন ক’রে প্রেমানন্দে সব পাসরি।

৬। বিচারের দিন ভয়ঙ্কর কম্পিত হয় কলেবর
তথাপি আত্মা আমার, ত্রাণেশ্বরের আশা করি।

৭। নগণ্যের আমি, অগ্রগণ্য কুপথগামী
বাঞ্ছনা ওহে জগৎস্বামী, গ্রহণ কর ক্ষমা করি।
-জন সরকার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন