খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

যীশু বলে হৃদয় খুলে ডাক দেখিরে অবোধ মন

যীশু বলে হৃদয় খুলে ডাক দেখিরে অবোধ মন
অন্তর আত্মা শুচি করে, প্রেম স্বরে ডাকলে পরে
যীশু দেখা দিবেন সে অন্তরে, করে প্রেম আলাপন।
(যীশু দেখা দিবেন সে অন্তরে)।

১। পাপের ক্ষমা না হইলে, আরোগ্য কি ভাগ্যে মিলে
(এবার) মুক্তি তোমার যাবে চলে, করবে নরকে গমন
(মুক্তি তোমার যাবে চলে)।

২। যত পাপ স্মরণ কর, একে একে প্রকাশ কর
আবার বল পিতঃ ক্ষমা কর, আমি অধম সন্তান।
(বল পিত ক্ষমা কর)।

৩। ব্যাধির জ্বালায় হয়ে কাতর (যেন) পুত্র কন্যা জগৎ অসার
তোমার আনন্দের দিন হল আঁধার (করছ) নিরানন্দে কাল যাপন
(তোমার আনন্দের দিন হল আঁধার)।
-পাগল নরেন্দ্রনাথ ঘরামী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন