খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

চলে সারি সারি স্বর্গের দূতগণ- প্রিয়নাথ বৈরাগী

চলে সারি সারি স্বর্গের দূতগণ
যেন কি গান গেয়ে।
ধরি ধরি ধরতে নারি, আছি শূণ্য পানে চেয়ে।

১। ভোরের আগে শেষের রাতে, দেখলাম প্রভাতী ঐ
তারার সাথে, শূণ্য আকাশ পথে
নেমে এল জগৎ পানে, দূতের সোনার বীণা নিয়ে।

২। মধুময় রাগিণীর সুরে, তারা দিল ঝংকার বীণা তারে
সারা আকাশ জুড়ে
ছুডিটল দক্ষিণা বাতাস, সুরে জগৎ গেল ছেয়ে।

৩। উঠল ফুটে জগতের ফুল, যদ মল্লিকা, মালতী, বকুল
গন্ধে হয়ে আকুল
উঠল ডেকে কোকিল পাখী, কুঞ্জে বিহঙ্গে জাগায়ে।

৪। হৃদয় মাঝে বাঁজল বাঁশী, তুমি ধন্য প্রভু যীশু মশীহ্‌
জন্ম নিলে আসি
দুঃখের এই ধরণী মাঝে, পাপীর ব্যাথার ব্যথী হয়ে।
-প্রিয়নাথ বৈরাগী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন