খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

তোরে বুঝাইলাম কত ওরে অবোধ মন- রূবেন সরকার

তোরে বুঝাইলাম কত ওরে অবোধ মন
চেতন কেন হইলি না,
ঐ দেখ শমন রাজা দ্বারে এসে, জারী দেয় পরোয়ানা।

১। সঙ্গে নিয়ে বন্ধু ছয়জন, কুসঙ্গে কাল করতেছ ক্ষেপণ
তারা হরে নিল সর্বস্ব ধন, তবু তাদের চিনলি না।

২। মায়াপুরের বন্দরে এসে, মুগ্ধ হয়ে আনন্দ রসে
ও তুই লুব্ধ হয়ে সুখের আশে হারাইলি ষোল আনা।

৩। নয়ন প্রদীপ নিয়িা আইল, স্বর্গপুরের দ্বার রুদ্ধ হইল
ঐ দেখ দণ্ড রাজা খবর দিল, বসতি আর চলে না।

৪। রূপ নগরে আগুন লাগল শোভাগঞ্জ পুড়ে ছাই হইল
ঐ দেখ চরণ বাবু কাবু হইল ফুরাইল বাবুয়ানা।

৫। অধম বলে কররে শ্রবণ দিন থাকিতে কর পলায়ন
একবার শমন রাজা করিলে বন্ধন, ছেদন করতে আর পারবি না।
-রূবেন সরকার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন