খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

নীরব রই কেমনে

নীরব রই কেমনে
দয়ার কথা হলে স্মরণ।

১। ছিলে তুমি অমরপুরে (বন্ধু) পিতার দক্ষিণে
মর্তে এলে দীনবন্ধু আমার কারণে রে।

২। এলে তুমি এই ভূমণ্ডলে (বন্ধু) ফিরি দ্বারে, দ্বারে
শুধাইলে প্রেম বারত, ফির পাপী ফির রে।

৩। না মানিল কে তোমাকে, (বন্ধু) না শুনিল কথা
(তারা) হানিল তোমার পরাণে, বন্ধু দিয়া কত ব্যাথা রে।

৪। কালভেরী শিখরে গিয়ারে, (আমি) দেখ্‌লাম প্রেমের ছবি
শুনিলে তাঁর প্রেম বারতা, তোরাও পাগল হবি রে।

৫। জীবন দিয়া ঋণ শুধিয়া রে, (বন্ধু) পিতার চরণে
ধোয়াইয়া দিল মোদের নিজ রক্ত দানে রে।

৬। ভুলিতে পারি না আমি তাই (বন্ধু) ভুলিব কেমনে
যত দিন রহে এ জীবন যেন কাটে গুণ গানে রে।
-জ্ঞানরঞ্জন সমদ্দার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন