খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

তুমি বাঞ্চা কল্পতরু ভূবনে- প্রিয়নাথ বৈরাগী

তুমি বাঞ্চা কল্পতরু ভূবনে
দয়াময়, এ ধরাতে, তুমি বিলাইছ সর্বজনায় বাঞ্ছিত ধনে।

১। বিলাইছ যুগে যুগে সবারে সর্বস্ব ধন
এসে এই ভূমণ্ডলে, দীনহীন নরকূলে
বিলাইলে ক্রুশে অমূল্য জীবন
অদেয় কিছুই নাই, হে যীশু জগৎ গোঁসাই
পাই আমি যা কিছু চাই, তোমার কাল্যাণে।

২। এই ভিক্ষা চাহি আজি ধূলিতলে লুটায়ে
কাঙ্গাল এই দীনহীনে, রেখো ঐ শ্রীচরণে
গুণ গানে যাবে হে দিন কাটায়ে
আমার এই দেহ জীবন, পাদপদ্মে করি অর্পণ
কর হে কর গ্রহণ, আপন গুণে।
-প্রিয়নাথ বৈরাগী (১৯৪৫ খ্রীঃ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন