খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

নয়ন মেল, নয়ন মেল, একবার দেখ নয়ন মেলে

নয়ন মেল, নয়ন মেল, একবার দেখ নয়ন মেলে
রাজার দুলাল ডাকে তোমায়, জাগ জাগ বলে গো
একবার নয়ন মেল।

১। বসেছে সে তোমার পাশে রূপে জগৎ করে আলো
ডাকিতেছে বারে বারে, জাগ নয়ন মেলে গো।

২। জাগিল এ নিখিল ধরা, নিশি পোহায় শুভক্ষণে
অচেতনে থেক না আর, আলস্য-শয়নে গো।

৩। শুনে তার সেই মধুর বাণী, কুঞ্জে ডাকে কোকিল পাখী
সুখের নিশি পোহায়ে যায়, জাগ মেল আঁখি গো।

৪। এনেছে সে সোনার মুকুট, আরও পারিজাতের মালা
পূণ্য বসন দিবে তোমায়, জাগরে এই বেলা গো।

৫। পরশে তার মরা বাঁচে, কুসুম ফোটে শুকনা ডালে
দয়াতে তার পাষাণ প্রাণে প্রেমের তুফান খেলে গো।

৬। সোনার পুরী ছেড়ে সে জন, সোনার রাজ সিংহাসন ছেড়ে
এসেছে সে তোমার পাশে, তোমার প্রেমের তরে গো।

৭। যার প্রেমে এই জগৎ পাগল, সে জন পাগল তোমার তরে
বরণ করে লও আজ তারে, হৃদয় মন্দিরে গো।
-প্রিয়নাথ বৈরাগী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন