খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

প্রেমানন্দে মাত সবে, কর সঙ্কীর্তন

প্রেমানন্দে মাত সবে, কর সঙ্কীর্তন (যীশুর গুণ সংঙ্কীর্তন)
হোশান্না, হোশান্না রবে কর সঙ্কীর্তন।

১। শান্তি রাজ নামে যিনি নিজ রাজ্য লিইবেন তিনি
বল ধন্য যীশু, ধন্য তিনি বল সর্বজন।

২। ‍যিরূশালেম পথে চলে, আগে পিছে দলে দলে
কত লোক তাঁর সঙ্গে চলে, কত পথিক জন।

৩। সাজিয়া রাজার সাজ, গাধার পিঠে চড়ে আজ
সিয়োন কন্যার কাছে চলে বরের মতন।

৪। নিজ বস্ত্র দিল পেতে, খর্জুর পত্র লয়ে হাতে
বলে দীন বেশে হবে তোমার রাজার আগমন।

৫। পিতার গৃহ প্রার্থনার ঘর, (হবে) ধন্যবাদ ও প্রশংসা তাঁর
দস্যুগণের গহ্বর ইহা- করি কি কারণ।
-পাগল নরেন্দ্রনাথ ঘরামী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন