খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

জানাব আর কারে ব্যথা

জানাব আর কারে ব্যথা
সে দেহ আর কবরে নাই, নিয়ে গেছে হরণ করে।

১। দুর্মতি পাষণ্ড জন, করেছিল যে লাঞ্ছনা
জগতে তার নাই তুরনা স্মরণে পরাণ বিদরে

২। কথাঘাতে জর্জরিত, সর্বাঙ্গ ক্ষত-বিক্ষত
দেখে তারে ক্রুশার্পিত, সূর্য লুকায় অন্ধকারে।

৩। সোনার দেহ করি ধৌত, এই উদ্যানে সমাহিত
করেছিলাম বিধিমত, আজ সে দেহ নাই কবরে।

৪। কারে শুধাই কে দেয় বলে, পাব তারে কোথায় গেলে
নিশি শেষে প্রভাতকালে, বল মোরে দয়া করে।
-প্রিয়নাথ বৈরাগী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন