খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

তোমার রক্ত করহে মোচন-

তোমার রক্ত করহে মোচন
যাতে সকল পাপ মোর হবে গো মোচন
এসে ক্রুশোতলে পাই যেন আজ
তোমার রক্তের অবগহান।

১। কত মিথ্যা, কত ফাঁকি, মনের মাঝে আছে বাকী
কত পাপ গোপনে রাখি, ভবে কাটাই এ জীবন।
সে সব ধুয়ে যাক আজ তোমার রক্তে
ওহে যীশু পতিত পাবন।

২। সংসারের বাসনা যত, ধুয়ে যাক জনমের মত
সকল উদ্বেগ হতে মুক্ত কর আমার এ জীবন
ভবের আশঙ্কা, ত্রাস, ভয়-ভাবনা, সকলই কর প্রক্ষালন।

৩। অবিশ্বাস আর নৈরাশ্যময়, কলঙ্কিত আমার হৃদয়
ধৌত কর হে দয়াময়, রক্ত করি বরিষণ
কর তোমার প্রেমের প্রেমিক মোরে, শ্রীচরণে এই নিবেদন।

৫। ক্রুশের তলে ঐ রুধিরে, অবগতি করে মোরে
সফল কর মোর অন্তরে, তোমার ক্রুশীয় মরণ
কর সফল তোমার অসীম দয়া, সফল কর আমার জীবন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন