খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

বেলা যায় কি করিলে বসে মনুরায়

বেলা যায় কি করিলে বসে মনুরায়
না হেরিলি মেলে নয়ন, দিনমণি অস্ত যায়।

১। আসিয়াছি এ প্রবাসে, দিন যদি যায় বৃথা বসে
একদিন যেতে হবে দেশে, করেছ কি তার উপায়।

২। অঙ্গে মেখে রঙ্গের ধূলা, সঙ্গী সঙ্গে করে খেলা
রসরঙ্গে ডুবল বেলা খেলা ফেলে চলে আয়।

৩। বাজিছে সাঁঝের আরতি, গৃহে গৃহে জ্বলল্‌ বাতি
মনরে তোর গৃহের নিভল বাতি রাতি হবে আঁধারময়।

৪। জীবন-সন্ধা আঁধার রাতে, এক্‌লা যে তোর হবে যেতে
আলো হাতে কালো রাতে সাথে কে তোর যাবে হায়।

৫। সাথের সাথী নাই তোর কেহ, মন-প্রাণ তাহারে দেহ
দিলে তোরে বিন্দু স্নেহ গৃহে যাবি তাঁর কৃপায়।

৬। প্রসাদ বলে হে ভোলা মন এলরে তোর শুভলগন
ও তোর সফল হবে মানব জনম পাগলের মহা মেলায়।
-প্রসাদ সরকার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন