খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

তুমি জাড়ালে মোর তাপিত পরাণ, পাপের ক্ষমা দিয়ে- প্রিয়নাথ বৈরাগী

তুমি জাড়ালে মোর তাপিত পরাণ, পাপের ক্ষমা দিয়ে
ধন্য হল অসার জীবন, তোমার দয়া পেয়ে।

১। কেটে গেল মনের আঁধার, এল কগৎ জুড়ে সুখের জোয়ার
কি শুভদিন এল আমার, সারা জীবন ছেয়ে।

২। শুষ্ক মরু হল সিক্ত, হল পূর্ণ যাহা ছিল রিক্ত
ক্ষুধার্তকে করলে তৃপ্ত, অমৃত বিলায়ে।

৩। মিটে গেল সকল তৃষ্ণা, আমার নিরাশ প্রাণে জাগে আশা
প্রাণ-পাখী পেয়েছে বাসা, ঐ চরণের ছায়ে।

৪। কি আনন্দ এল প্রাণে, হৃদয় পূর্ণ আজি গুনগানে
স্বর্গের শান্তি চরণ ধ্যানে পেয়েছি হৃদয়ে।

৫। গাব সদা আনন্দ গান, রেখে ঐ চরণে বাঁধা এ প্রাণ
রেখ মোরে হে দয়াবান, চিরদিন ঐ পায়ে।
-প্রিয়নাথ বৈরাগী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন