খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

জানি বিশ্বাসের বল এতই প্রবল

জানি বিশ্বাসের বল এতই প্রবল, পাহাড় সরে যায়
কত অসাধ্য কাজ সাধন করে, বিশ্বাসজাত প্রার্থনায়।

১। যীশু বলেন বিশ্বাস হলে দেহতরী যায় না টলে গো
রক্ষা হয় তার লাভে মূলে, হয়না ক্ষতি পরীক্ষায়।

২। সন্দেহ করোনা মনে, বাঁচিতে বিশ্বাসের গুণে গো
কি করিবে ঝড় তুফানে, সঙ্গে আছেন দয়াময়।

৩। শুনেছি বিশ্বাসের জোরে, জল মিলে মরু প্রান্তরে গো
সেরূপ বিশ্বাস দিয়া মোরে, কর প্রভু নির্ভয়।
-প্রিয়নাথ বৈরাগী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন