খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

জীবিত নাই প্রাণের ভাই লাসার

জীবিত নাই প্রাণের ভাই লাসার
কথা বলিতে বুক বিদরে, চারি দিন সে কবরে
আর কি দেখা পাব তার।

১। তোমার কাছে সংবাদ দিয়ে
ছিলাম আশা পথ পানে চেয়ে
তুমি এসে হবে উদয়, হে যীশু দয়াময়
শঙ্কা ভয় রবে না আর।

২। মরণকালে লাসার শুধায়
আজ সেই বিপদ ভঞ্জন আছে কোথায়
একবার পেলে তাঁর সেই পরম পদ
ঘুঁচে যাবে সব বিপদ, শমন ভয় রবে না আল।

৩। শূণ্য করে সোনার পুরী
তারে নিল শমন করে চুরি
আজ সেই প্রাণের ভাই বিহনে
কে আছে ভূবনে সকল দেখি অন্ধকার।

৪। আর কি ভবে পাব তারে, লাসার
আর কি ঘরে আসবে ফিরে
কাল শমনের শাসনে, তাঁর সেই চাঁদ বদনে
কথা কি সে কবে আর?
-প্রিয়নাথ বৈরাগী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন