খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

দয়াল তুমি লুকায়ে রয়েছ সোনার মন্দিরে- রূবেন সরকার

দয়াল তুমি লুকায়ে রয়েছ সোনার মন্দিরে
আমি দিবানিশি, কেঁদে মরি, থাকি মায়া-সংসারে।

১। বড় সাধ ছিল গো মনে, পাব তোমায় নিশি দিনে গো
আমি পাই কিনা পাই এ জীবনে, দিও দেখা নিদানে।

২। খুলে দিয়ে সোনার দুয়ার, দাঁড়াও দূরে, হে ত্রাণেশ্বর গো
তুমি ঘুঁচাও জ্বালা, অন্তরের ভার, ডাকি তোমায় কাতরে।

৩। আশা করি ধরব গো বলে, ধরা দেওনা কোন ছলে গো
যদি না দেও ধরা, দাঁড়াও দূরে পূজা লও মোর দুই করে।

৪। আর দিব না তোমায় ব্যথা, লুকাইওনা জগৎত্রাতা গো
জানি নিশ্চয় একদিন হবে দেখা, সেদিন যেও না দূরে।
-রূবেন সরকার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন