খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

দিয়ে মান্দার মুকুট তব শিরে

দিয়ে মান্দার মুকুট তব শিরে
মোরা সাজাব সুসাজে রাজ-রাজেশ্বর হে তোমারে
লুটাবে চরণ তলে জগদ্বাসী নারী নরে।

১। বিজেতা প্রণত হয়ে পূঁজিব পদ রাজীব
রতন, মুকতা, মণি দিয়ে অর্ঘ্য নব নব
যীশু নামে জয়ধ্বনি, করিবে সকল প্রাণী
শান্তিপূর্ণ এ ধরনী হবে তব কৃপা বরে।

২। বন্দী মুক্ত হয়ে গাবে বন্দনা গীতি
তব পূণ্যালোকে হবে আলোকিত বসুমতি
অদ্বিতীয়, একমাত্র তুমি রাজা একছত্র
অনন্ত তব রাজস্ব লোকে লোকে লোকান্তরে।

৩। এস তুমি প্রভু যীশু তব দাস-দাসীগণে
তব আগমন আশে চেয়ে আছে পথ পানে
দীর্ঘ দিবা দীর্ঘ রাতি, আকুল অনন্য মতি
এস তুমি ত্বরাগতি, এস তুমি কৃপা করে।
-প্রিয়নাথ বৈরাগী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন