খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

মনে জাগে তোমার প্রেমের বাণী

মনে জাগে তোমার প্রেমের বাণী
তোমার বাক্য যায় না ভুলে থাকা
তুমি প্রেম করে জগতেরে
দিলে তোমার নিজ শাখা।

১। প্রেম করে পাপীর তরে এসেছিলে স্বর্গ ছেড়ে
মনের রূপে নরাকারে তুমি দিয়েছিলে দেখা
তুমি দীন বেশে ধারণ করিলে
সাজিলেন ও পাপীর সখা।

২। ত্যাগের জীবন প্রেমের বাণী
ন্যায় আচরণ তাঁর কাহিনী
বিশ্বে উঠল মুক্তির বাণী
এই তো প্রেমের শিখা
তিনি ত্যাগের গুরু প্রেমের যীশু
নামে কত মধু মাখা ।

৩। কিরূপ তাঁর সেই ত্যাগের জীবন
নরযজ্ঞ করলে সাধন
নিজ প্রাণ দিয়ে বিসর্জন পাতকীকূল রাখা
ভবে মৃতেরে ফিরে নাই কেহ
তোমার দয়াল যীশু ফিরলেন একা।

৪। ত্যাগের কর্ম, ন্যায় আচরণ
যার আছে সে ধন্য জীবন
যোগেশ কয় মোর এ পাষাণ মন
নাই কো প্রেমের শিখা
ভবে তোমার তুল্য বান্ধব আর
দক্ষ চিহ্ন আছে আঁকা।
-যোগেশ হালদার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন