খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

মনের আনন্দে আজ ডাকি তোমারে- -প্রিয়নাথ বৈরাগী

মনের আনন্দে আজ ডাকি তোমারে
ওহে যীশু দয়াময়, যারা তোমার দয়া পায়
তারা ধন্য হয় এই সংসারে।

১। আমার নয়নের জল, তুমি কখন এসে মুছে দিলে আমি জানি না দয়াল
এখন যে দিকেতে চাই, সুখের কূল কিনারা নাই
সংসার ভরা সুখের জোয়ারে।

২। আমার জীর্ণ তরী, মাঝে কখন এসে দাঁড়ালে হে তুমি ভবের কাণ্ডারী
এখন নাই আর কোন ভয়, ঐ যে সামনে দেখা যায়
তোমার সোনার পুরী অদূরে।

৩। শুনি চারিদিকে, তোমার মধুর নামের মঙ্গল ধ্বনি কেবল থেকে থেকে
আমি ভরিয়া পরাণ গা’ব যীশু নামে গান
বড় আশা আছে অন্তরে।

৪। করি এই প্রার্থনা তুমি থেক সদা হৃদয় মাঝে দয়াল দূরে যেওনা
আমার নাই সাধন ভজন, দিও নিজ গুণে চরণ
চরণ ছাড়া ক’রোনা মোরে।
-প্রিয়নাথ বৈরাগী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন