খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

মোরা সেবক সেবিকা পেয়ে যীশুর দেখা যীশুর নামে পাগল তাই

মোরা সেবক সেবিকা পেয়ে যীশুর দেখা যীশুর নামে পাগল তাই
মোরা পেয়েছি পরিত্রাণ, যীশুর রক্তে করি স্নান আনন্দের আর সীমা নাই।

১। মোরা সিয়নপুরীর যাত্রী, চলি দিবা রাত্রি, যীশু আছেন সঙ্গে তাই
লহরী তুলিয়া জয় যীশু গাহিয়া সিয়নপুরী চলে যাই।

২। বিপক্ষ দিয়াবল, হুঙ্কারে অবিরল শমন ভয়ে নাহি ডরাই
নাশিতে শয়তানে, শাণিত কৃপাণে, যীশুর শক্তি আমরা পাই।

৩। দিব ভব নদী পাড়ি যীশু নামে চড়ি নামের সারি মুখে গাই
ডরিনা শমনে, বানে কি তুফানে, যীশুর নামের বৈঠা বাই।

৪। থাকিব সেখানে, যীশু আছেন যেখানে প্রেমানন্দে সবে ভাই
আছে ললাটে আঁকা যীশু নাম লেখা যীশু বিনে গতি নাই।

-পাগল নরেন্দ্রনাথ ঘরামী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন