খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

দয়াল, অধমে রাখিও চরণে- প্রিয়নাথ বৈরাগী

দয়াল, অধমে রাখিও চরণে
আমার পূণ্য সম্বল নাই, আমি কার কাছে দাঁড়াই
বসে ভাবি তাই নিশি দিনে।

১। ছিল মরিয়ম ধনি ও সে ভক্তি বিশ্বাস, অনুরাগে
পূজে চরণ দু’খানি।
বসে শ্রীচরণ তুলে ধূয়ে নয়নের জলে, করে চরণ সেবা যতনে।

২। আরো কত পাপীজন, পেল তোমার অপার কৃপাগুণে অনন্ত জীবন
তুমি থেকে ক্রুশো’পর, চোরে করিলে উদ্ধার
আছে বিদিত এ ভূবনে।

৩। আমার নাই কোনও সম্বল, আমি বিশ্বাস, ভক্তি, ধর্মবিহীন
পাপী অতীব দুর্বল।
করি তোমার ভরসা, কেবল ঐ চরণ আশা, তুমি ত্যাজনা এ অজ্ঞানে।
-প্রিয়নাথ বৈরাগী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন