খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

দয়াল যীশু গো, ঐ যে তোমার রাজ্যে শান্তিধারা বয়- রূবেন সরকার

দয়াল যীশু গো, ঐ যে তোমার রাজ্যে শান্তিধারা বয়
শুনি স্বর্গ-দূতে দিনে রাতে, তোমার মধুর নামের কীর্তণ গায়।

১। বেয়ে প্রেম তরণী, স্বর্গদূত বাহিনী চারিদিকে যায়
তাঁরা ঘুঁচায় ক্ষুধা, শান্তি সুধা
যত দীন-দুঃখীরে বিলায়।

২। আমাখ আলো করে, ধীরে ধীরে নামে এ ধরায়
তোমার প্রেমাশীর্বাদ শুভ সংবাদ যেন
ঢেউয়ের মত বয়ে যায়।

৩। আছে সুবর্ণে গঠিত কাঞ্চনে নির্মিত
পুরী তেজোঃময়
ও তার উজ্জ্বল আলোক, মাতায়ে ভূলোক
(ভবে) তোমার মহিমা জানায়।

৪। উঠে প্রেম লহরী অতীব মাধুরী সেই রাজসভায়
সবে দুই বাহু তুলে জয় যীশু বলে,
প্রণমে তোমার যুগল পায়।

৫। যাব আনন্দ নগরে, সে সুন্দর বন্দরে প্রাণে ইচ্ছা হয়
তুমি গ্রহণ কর ঈশ্বর নন্দন
(আজি) ক্ষমা কর নিজ কৃপায়।

৬। যাব আনন্দ নগরে, সে সুন্দর বন্দরে প্রাণে ইচ্ছা হয়
রেখ যুগল পায়
যেন শুভ দিনে কন্ধ্যাকালে দীনহীন কাঙ্গালে
রেখ যুগল পায়
যেন শুভ দিনে রূপ চরণে দয়াল
তোমার শুধু দিনে ঐ রূপ চরণে দয়াল তোমার
রাজ্যে স্থান পায়।
-রূবেন সরকার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন