খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

দয়া করে অধীনেরে দিলে দেখা দয়াময়- প্রিয়নাথ বৈরাগী

দয়া করে অধীনেরে দিলে দেখা দয়াময়
তুমি ধন্য, ধন্য দয়াল যীশু, শত মুখে গা’ব তোমার জয়।

১। তোমার শ্রীচরণ তলে, শত নক্ষত্র জ্বলে
শত চন্দ্র জ্বলে তোমার ঐ শ্রীমুখ মণ্ডলে
তোমার চক্ষে ব’য় করুণার ধারা দয়াল
সুর ধ্বনির ধারা যেমন বয়।

২। শাস্ত্রে শুনেছি উক্তি, করতে পাতকী মুক্তি
জন্মেছিলে গোশালাতে, ধ’রে শিমুর মূর্তি
আমার পাপের মলিন হৃদয় মাঝে দয়াল
তেমনি এসে হয়ে’ছ উদয়।

৩। তোমায় দিতে উপহার, দয়াল কিছু নাই আমার
ভক্তি বিশ্বাস, পূণ্য সম্বল শূণ্য কাঙ্গাল দুরাচার
ব’সে ভাসিতেছি নয়ন জলে আমি সর্ব শূণ্য অধম দুরাশয়।

৪। আমার দেহ জীবন মন, তোমায় করি সমর্পণ
এই আত্মা উৎসর্গ করি পায়, হে ঈশ্বর নন্দন
তুমি গ্রহণ কর পাপীর এই দান, দয়াল পবিত্র ক’রে চরণ-ধূলায়।
-প্রিয়নাথ বৈরাগী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন