খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

যদি ভব পরে যাবি রে, চলে আয়, সোনার ঘাটে

যদি ভব পরে যাবি রে, চলে আয়, সোনার ঘাটে।

১। ঐ দেখ বেলা গেল সন্ধ্যা এল সূর্য্য বসে পাটে
মিছে আর কত কাল রবি বসে, আঁধার ভবের হাঁটে।

২। জগৎ আঁধার করে ধীরে ধীরে, ডুবল সোনার রবি
ভবের সাগর কূলে দেখা যায় সেই সোনার তরীর ছবি।

৩। তরীর মাস্তুল পরে বায়ু ভরে উড়ে যায় পতাকা
আছে পতাকার পর, সর্বসুন্দর দয়াল নামটি লেখা।

৪। বসে মাঝি নৌকায়, সেই দয়াময়, ডাকে বারে বারে
তোরা তরবি যদি ভব নদী, আয়রে ত্বরা করে।

৫। শুনে তার সেই আহ্বান হয় আগুয়ান কত নর-নারী
তারা সকল ফেলে, দলে দলে চলে সারি সারি।

৬। আমি ভবে পরাণ রেখেছি গান গাব ওপার গিয়া
যদি দয়া করি সেই কাণ্ডারী অধমে যায় নিয়া।

৭। চল সেই সোনার তরী পূর্ণ করি গিয়া দলে দলে
মোরা যীশুর নামে বাদাম তুলে ওপার যাব চলে।

৮। মোদের ভয় কি আছে সাগর মাঝে, তুফানে কি ঝড়ে
তরী যাবে চলে, হেলে দুলে যীশু নামের জোরে।
-প্রিয়নাথ বৈরাগী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন