খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

যদি আঁধার রাতে পথ হারায়ে যাই সখীয়ারে

যদি আঁধার রাতে পথ হারায়ে যাই সখীয়ারে
তোমায় যেন সাথের সাথী পাই
এই সংসার বনে তুমি বিনে বান্ধব কারে পাই।

১। একলা এসে সংসার পথে, পথের না পাই ঠিক
পথ হারায়ে ঘুরে বেড়াই কেবল চারিদিক
সাজলেম পথহারা, পথের পথিক কোন বা পথে যাই।

২। অমানিশার গভীর আঁধার পথ, গিয়াছি ভুলে
ফাঁক পেয়ে সব সাথের সাথী আমায় গেছে ফেলে
এখন কার বা সাথে যাব বলে বান্ধব কারে পাই।

৩। সঙ্গীহারা বনের পথে চলতে করে ভয়
ছয় দিকে ছয় হিংস্র পশু গর্জিয়া বেড়ায়
আরও চোর-ডাকাতে সব লুটে নেয় জীবনে হারাই।

৪। ছিলেম একা হলেম একা, ফাঁকিবাজির খেলা
কেবল দিন চারি ভোরে বাজি, মায়ামোহের মেলা
অধীন প্রসাদের এই জীবন লীলা তোমাতে মিলাই।
-প্রসাদ সরকার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন