খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

যাব আনন্দ নগরে প্রেমের নৌকায় বাদাম দিয়ে

যাব আনন্দ নগরে প্রেমের নৌকায় বাদাম দিয়ে, যীশু গুণ গেয়ে
ভব নদী পাড়ি দিব তোমার দয়ার বলে, দিয়ে প্রেমের রশি
বান্ধ কষি টেনে নেও মোরে।

১। এ ভবের দুঃখ রাশি হর মোর যীশু মোশি, দিয়া দয়ার রাশি সঙ্গে রে মোরে
যে দিকে ফিরাই দুই নয়ন, তোমারে দেখিবারে
আমি মুদিলে আঁখি নিয়ে নেও পার করে।

২। তোমার ঐ পায়ের ধারে নিয়ে যেও দয়া করে, পূজিব হৃদয় ভরে আনন্দ অন্তরে
মানব জনম সফল হবে তোমার পূজা করে
যত সাধু ভক্তগণে সঙ্গে মিলিয়ে অন্তরে।

৩। তোমার ঐ সিয়োন পুরী দেখিব নয়ন ভরি, আনন্দে গুণ কীর্তন করব হে অন্তরে
সিংহাসনের চতুর্দিকে দূত-নরে মিলিয়ে আমরা আনন্দে
নাচিয়ে দয়াল পূজিব তোমারে।
-রজনীকান্ত রায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন