খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

যিহুদা, ওপথে তুই যাসনে, তোরে বিনয় করি

যিহুদা, ওপথে তুই যাসনে, তোরে বিনয় করি
গেলে তোর হবে সর্বনাশ, শেষে মরবি দিয়ে গলায় দড়ি।

১। কয়েকটা টাকার লোভে, তোর মহাবিদ হবে
একবার তুই দেখ্‌ দেখি ভবে, ভবে মিথ্যা এসব টাকা-কড়ি।

২। পাতকী তারিবারে, সুখের ধাম স্বর্গ ছেড়ে
এসেছেন মানব আকারে যীশু ভব সাগর পারের তরী।

৩। তোর মহা লোভের কারণ, হবে তোর দারুণ মরণ
হবে তোর নরকে গমন, ও তুই অনন্ত কাল মরবি পুড়ে।

৪। যীশুর পায়ে নিলে শরণ, তোর এই লোভ হবে দমন
রিপু সব করে পলায়ন, পলায় যীশু নামে নরের অরি।

 ৫। ওপথে যাস্‌নে রে আর, গেলে তোর নাই রে নিস্তার
ফিরে আয়, আয় ফিরে একবার, এসে থাকগে যীশুর চরণ ধরি।

-প্রিয়নাথ বৈরাগী (১৯১৯ খ্রীঃ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন