খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

মন চল যাই পাগলের মেলায়

মন চল যাই পাগলের মেলায়
যেথা যাদব, প্রসাদ, রাজাই
জ্ঞান দানিয়েল মনোহর ভাই
সদাপ্রভুর গুণ গায়।

১। আরও কত পাগল আছে
যাঁরা প্রভুর পদে মন সপেঁছে গো (ভাইরে)
ভুলিয়াছে সংসার বালাই
দিয়া আত্মবলি প্রভুর পায়
প্রেমানন্দে নাচে গায়
মায়া-মোহের নাহি ভয়।

২। জ্ঞাণী-মুর্খের নাই ভেদাভেদ
আরও লঘু-গুরুর নাইরে প্রভেদ গো
মিলিয়াছে সকলে এক ঠাঁই
এখন করে সবে কোলাকুলি
চরণধূলি শিরে লয়।
-পাগল নরেন্দ্রনাথ ঘরামী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন