খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

মধু যীশু নামে যার মন মজেছে

মধু যীশু নামে যার মন মজেছে, সে কি ঘরে রইতে চায়
তারে যতই জোরে আঁট বাঁধ সে বাঁধন ত কেঁটে যায়।

১। ছিল এলি মোশি ঐ নাম জবে দিবানিশি
তারা ত্যাজ্য করে স্বর্ণপুরী পর্বত গুহায় পড়ে রয়।

২। ধ্যানে যীশু জ্ঞানে যীশু অন্তরে বাহিরে যীশু
ও যে যীশু পদে মন সঁপেছে তার কি আছে কালের ভয়।

৩। যীশু নামে মাতোয়ারা, নামের মালা হৃদয় ভরা
ও যে মন্ত্র জানে শিকল ছেঁড়া, নামের টানে কেটে যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন