খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

ভবের সাগর কূলে, নয়ন জলে ভাসি দিবানিশি

ভবের সাগর কূলে, নয়ন জলে ভাসি দিবানিশি
আমায় পার করে নাও যীশু মশীহ ফুরাইল বেলা।

১। সূর্য নেমে গেল পাটে, আঁধার হইল ঘাটে
বসে ভবার্ণবের  তটে, কাঁদি একেলা।

২। পূবের বেলায় হাঁটে েএসে, খোয়াইলাম সব কর্ম দোষে
দেখ্‌লাম এ হাট সর্বনেশে ডাকাতের মেলা
দুঃখ জানাব তোমারে, নিয়ে চল পাড়ে
তুমি এস বেয়ে তোমার সোনার ভেলা।

অন্তরা- হারালেরম আমার পূণ্য সম্বল সব, যা ছিল অন্তরে
সে সব তোমার দেওয়া ধন, হে ঈশ্বর নন্দন
সে ধন নিয়েছে চোরে কেড়ে।

৩। এখন নাইকো পারের কড়ি হে ভবের কাণ্ডারী
তরিব তোমার দয়ার জোরে।
আছি আশাতে বুক বেঁধে পায়ে ধরে কেঁদে
হব পার তোমার নায়ে চড়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন