খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

আনন্দে যীশু নাম হৃদয় খুলে বল

(ভাই) আনন্দে যীশু নাম হৃদয় খুলে বল
(যীশু প্রেম হৃদয় খুলে বল)।

১। রাজার রাজা প্রভুর প্রভু স্বর্গে যিনি ছিল
সে এই নরকযোগ্য নরের তরে এ ভবে আইল।

২। দীনবেশে দেশে দেশে ত্রাণধন বিলা’ল
দিল অন্ধকে নয়ন, কত মৃতে বাঁচাইল।

৩। শত্রুর লাঞ্চনা কত যাতনা সহিল
প্রভুর হস্ত বেঁধে, কোড়া মেরে মুখে থুথু দিল।

২। দু’জন চোরের মধ্যে তাঁরে ক্রুশে টাঙ্কাইল
অধম সেনাগণে বর্শা হানে তাঁর কুক্ষিতে মারিল।

৫। আমার পাপের জন্য যে জন প্রাণ দিল
আমি তাঁকে ভাল না বাসিয়া কারে বাসি ভাল।

৬। যাঁর প্রেম জলে মন হৃদয় ভিজিল
এই নিরস বৃক্ষেতে কত সুফল ফলিল।

৭। ওহে খ্রীষ্টভক্ত দল শাস্ত্র লয়ে চল
ও সেই প্রেমময়ের প্রেমের কথা সর্বদেশে বল।
-মধুসূদন সরকার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন