খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

বিশ্বাস করি, বিশ্বাস করি

বিশ্বাস করি, বিশ্বাস করি, বিশ্বাস করি, প্রভু সমুদয়
তোমার বাক্য সত্য, কার্য্য সত্য, সত্য কিছু মিথ্যা নয়।

১। একদিন পিতরের শাশুড়ী জ্বরে পীড়িত ছিল শয্যায়
তুমি স্পর্শ করলে ব্যাধি সুস্থ হইল প্রভু সেই সময়।

২। এক দিন প্রদর রোগে শিমোনের স্ত্রী গোপনে ছুইল তোমায়
ও তার রক্ত স্রোত বন্ধ হইল সাক্ষ্য দিল প্রভু সেই সময়।

৩। তুমি সকলই করিতে পার, অসাধ্য তো কিছুই নয়
তুমি গালীলের ঝড় থামাইলে, যর্দনের জল উজানে ধায়।

৪। আমরা এই পীড়িতদের জন্য প্রভু প্রার্থনা করি এই সময়
ইহার পাপ অপরাধ ক্ষমা কর প্রভু এই সময়।
-অজ্ঞাত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন