খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

ব্যথিতেরে, কর শান্তি দান

ব্যথিতেরে, কর শান্তি দান
এসে পাপী তোমার দ্বারে, চাহে জুড়াইতে তাপিত পরাণ।

১। পাপ পীড়ায় জর্জরিত, ভগ্নদেহ, অগ্নচিত
ভব ভয়ে অতিভূত পাপী, দিশেহারা হতজ্ঞান।

২। নয়নের জল মুছাইতে, মনের দুঃখ ঘুঁচাইতে
কে আর আছে এ জগতে, মিছে বন্ধু বান্ধব ধন ও মান।

৩। তুমি বিনে জগত্রাতা, কে বুঝে ব্যথিতের ব্যাথা?
তোমার কোলে রেখে মাথা, কর সকল জ্বালার অবসান।

৪। সকল পাপ আজ কর মোচন, করে তোমার রক্ত সেচন
তোমার দয়ায় পেয়ে জীবন, পাপী গাবে তোমার গুণ গান।

৫। তোমার কীর্তি ভূমণ্ডলে, গাবে ভেসে চক্ষের জলে
রেখে তোমার চরণতলে, বান্ধা দেহ আত্মা মন ও প্রাণ।
-রূবেন সরকার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন