খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

বিপদে পড়িয়া ডাকি, দেখা দাও এই কাঙ্গাল দীনহীনে

বিপদে পড়িয়া ডাকি, দেখা দাও এই কাঙ্গাল দীনহীনে হে।

১। প্রলয়ের ঝড় বহে বেগে, আমার মরণের ভয় প্রাণে জাগে হে
বুঝি ডুবে যায়, দয়াময়, তরী এ তুফানে হে।

২। চারিদিকে ঘোর অন্ধকার, কোন বান্ধব নাই আজ কাছে আমার
এসে নিকটে, সঙ্কটে বাঁচাও অধীনে হে।

৩।  ‍শুনিয়াছি পূর্বকালে, তরী ডুব ডুব সাগর জল হে
কাঁদে শিষ্যদল, অবিরল শঙ্কিত পরাণে হে।

৪। এলে তুমি পর্বত হ’তে, তোমার শিষ্যগণকে বাঁচাইতে হে
অমনি থামল ঝড়, ত্রাণেশ্বর তোমার বচনে হে।

৫। অধমে আজ কর স্মরণ, একবার দয়া ক’রে দেও দরশন হে
করি বিনতি, দুর্গতি ঘুচাও নিজ গুণে হে।
-প্রিয়নাথ বৈরাগী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন